
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮৬৭ বারে ১১ লাখ ৭৫ হাজার ০২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮০ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশনের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৩৩০ বারে ৬৮ হাজার ৬৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা সাইহাম টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩৫৭ বারে ২ লাখ ১১ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৯ দশমিক ৮৬ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৯ দশমিক ৮০ শতাংশ, আফতাব অটোসের ৯ দশমিক ৭০ শতাংশ, ব্রাক ব্যাংকের ৯ দশমিক ৬৭ শতাংশ, এসিআইয়ের ৯ দশমিক ৬৬ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলসের ৯ দশমিক ৫৮ শতাংশ ও প্রিমিয়ার সিমেন্টের ৯ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সান বিডি/এসকেএস