কুরআনের নির্দেশনা মতে যেভাবে কথা বলতে হয়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৬ ১৬:৩৮:২২


১.কথা বলার আগে  সালাম দেয়া।(সুরা নুর-৬১)

২.সতর্কতার সাতে কথা বলা(কেননা প্রতিটা কথা রেকর্ড হয় – সুরা ক্বফ-১৮)

৩.সুন্দরভাবে ও উত্তম রুপে কথা বলা।

৪.অনর্থক ও বাজে কথা পরিহার করা ।(নুর -৩ ,বুখারী ৩৫৫৯)

৫.কন্ঠস্বর নিচু করে কথা বলা ।(লুকমান -১৯,হুজুরাত ২-৩)

৬.বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নামল-১২৫)

৭.সঠিক কথা বলা ও পাপ মোচবের দুয়ার  উম্মুক্ত করা ।(আহযার ৭১-৭২)

৮.গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (লুকমান -১৯,তিরমিযী-৪৮৫৯)

৯.উত্তম কথা বলে শত্রূ কেও বন্ধুতে পরিণত করা।(হামিম -সাজদাহ ৩৪)

১০.উত্তম কথায় দাওয়ার দেয়া।(হামিম -সাজদাহ ৩৪)

১১.ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া । (স্বফ-২)

সানবিডি/এনজে