“ভূমি বঞ্চিত মানুষের ভূমিতে অধিকার চাই”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবহাটায় ভূমি কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেসকারী সংস্থা উত্তরণের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় পারুলিয়াস্থ দেবহাটা উত্তরণ কেন্দ্রে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা ভূমি কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরণের কো-অডিনেটর ফাতিমা হালিমা আহম্মেদ। সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভূমি কমিটির সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম,সহ-সভাপতি আফসার আলী মাষ্টার,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও ভূমি কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব,যুগ্ন-সম্পাদক প্রভাষক আবু তালেব,পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফল ইউপি সদস্য সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ গাজী,আব্দুল হামিদ,উত্তরণের প্রগ্রাম অফিসার চৌধুরি আবুল কালাম,কেন্দ্র ম্যানেজার বদরুজ্জামান,সাবেক ইউপি সদস্য আলফাতুন নেছা,শিক্ষক সঞ্জয় কুমার,ফেডারশেন নেত্রী হামিদা বেগম,মোমতাজ,ফজিলা খাতুন প্রমূখ।
সানবিডি/ঢাকা/মামুন/এসএস