দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৭ ১৬:৪১:৫৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৫ বারে ১৬ লাখ ৯৪ হাজার ১৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৭ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২১৮ বারে ১ লাখ ৪১ হাজার ৫৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৭ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৬৫২ বারে ৪০ লাখ ৫৩ হাজার ৬৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯ দশমিক ৮৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯ দশমিক ৮৬ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোর ৯ দশমিক ৭৪ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৯ দশমিক ৭২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফের ৯ দশমিক ৭১ শতাংশ, সাইহাম টেক্সটাইলের ৯ দশমিক ৫৬ শতাংশ ও ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ডের ৯ দশমিক ৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

  ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস