ডিএসইর পরিচালক হলেন যারা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-১৮ ২২:৪৫:১৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালকের শূন্য পদে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর প্রস্তাবিত তালিকা থেকে যোগ্য ব্যক্তিদেরকে বাছাইয়ের মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

 ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ১০ ফেব্রুয়ারি শূন্য হয়ে যাওয়া ৬ স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য কমিশনে ১৮ জনের তালিকা পাঠায়।তালিকার থেকে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিকি প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়ন সচিব ইউনুসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ও ডিএসইর স্বতন্ত্র পরিচালক  ড. মাসুদুর রহমান,অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সালমা নাসরিন,এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ ,বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ও আইসিবির সাবেক পরিচালক হাবিবুল্লাহ বাহার ও অধ্যাপক ড. এ কে এম মাসুদ।

গত ১১ ফেব্রুয়ারি ডিএসইর স্বতন্ত্র পরিচালকদের মধ্যে অবসরে গেছেন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, পরিচালক সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালীউল ইসলাম, ড. এম কায়কোবাদ ও অধ্যাপক ড. মাসুদুর রহমান। এরমধ্যে শুধুমাত্র মাসুদুর রহমানের পূণ:নিয়োগের সুযোগ ছিল এবং পূণ:নিয়োগের জন্য তার নাম তালিকায় পাঠানো হয়েছিল।

ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় নতুন নিয়োগ পাওয়া ৬ জনসহ মোট ৭ জন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। এছাড়া ১ জন কৌশলগত বিনিয়োগকারীর মনোনিত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেক জন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

সানবিডি/ঢাকা/এসআই