এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের খসড়া অনুমোদন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-১৮ ২০:৪০:১৯


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের খসড়া অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কমিশন বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের খসড়া প্রসপেক্ট্রাস অনুমোদ প্রদান করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্র হচ্ছে ২০ কোটি টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

 ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

ফান্ডটির তিন কোটি টাকা দিবে উদ্যোক্তারা। বাকী ১৭ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা লংকাবাংলা সিকিউরিটিক লিমিটেড এমপ্লয়িজ গ্রাচ্যুইটি ফান্ড ট্রাষ্ট এবং সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

সানবিডি/ঢাকা/এসআই