যেভাবে আল্লাহ্‌র শোকর আদায় করতে হয়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৮ ১৬:৫৯:১৫


মহান আল্লাহ্‌ বলেন:

“লায়িন শাকারতুম লাআযিদান্নাকুম-তোমরা যদি শোকর আদায় করো, তবে অবশ্যি আমি তোমাদের আরো বেশি করে দেবো।”

এখন প্রশ্ন হলো, মহান আল্লাহ্‌র শোকর আদায় করার প্রকৃত উপায় কী?

এ প্রসঙ্গে আল্লামা ইবনুল কায়্যিম রাহেমাহুল্লাহ বলেন:

“আল্লাহ্‌র শোকর আদায়ের তিনটি আবশ্যিক পর্যায় রয়েছে। সেগুলো হলো:

০১. মানসিকভাবে আল্লাহ্‌র প্রতি আন্তরিক বিনয় ও তাঁর নেয়ামতের হৃদয় নিংড়ানো স্বীকৃতি।

০২. মৌখিকভাবে আল্লাহ্‌র হামদ ও প্রশংসায় যবানকে সিক্ত রাখা ও তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করা।

০৩. দৈহিক ও শারীরিকভাবে আল্লাহ্‌র যথাযথ ইবাদত-বন্দেগি করা এবং তাঁর হুকুম-আহকামের আনুগত্য ও অনুসরণ করা।”

আল্লাহ্‌ পাক তাঁর এই বান্দাকে তাঁর অধিক অধিক শোকর আদায় করার তৌফিক দান করুন।

লেখক: সহিদুল ইসলাম খোকন

সানবিডি/এনজে