কাস্টডিয়াল চুক্তি করলো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-১৮ ২১:৪৫:৫২


কাস্টডিয়াল চুক্তি করলো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। আজ মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিতে সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিংয়ের প্রধান তারেক রেফাত উল্লাহ খান এবং সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার তারেক ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের বাণিজ্য উন্নয়ন ও নগদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ জাবেদুল আলম এবং সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিজা চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি সই করা ফান্ডটির নাম হবে “সিডব্লিউটি-সাধারণ বীমা গ্রোথ ফান্ড”। ফান্ডটির স্পন্সর রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি সাধারণ বীমা করপোরেশন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

 ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

উল্লেখ, সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দেশের অন্যতম একটি ফান্ড ম্যানেজার প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির একটি ফান্ড চলমান রয়েছে। চলমান ফান্ডটির নাম হলো ‘সি ডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ড। বিএসইসির ৬৮৯তম কমিশন সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছিলো। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিলো ১০ কোটি টাকা। আগের ফান্ডটির কাস্টডিয়ানও হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।