পোশাক শ্রমিকদের পৌঁনে ৮ কোটি টাকার বীমা পরিশোধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৯ ১০:১৯:৩০

গার্মেন্টস কারখানা নিটওয়্যারে কর্মরত পোশাক শ্রমিকদের মধ্যে ৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এ চেক বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) মোরশেদ সরওয়ার সোহেল, জিএম ফারুকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










