পোশাক শ্রমিকদের পৌঁনে ৮ কোটি টাকার বীমা পরিশোধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৯ ১০:১৯:৩০


গার্মেন্টস কারখানা নিটওয়্যারে কর্মরত পোশাক শ্রমিকদের মধ্যে ৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এ চেক বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) মোরশেদ সরওয়ার সোহেল, জিএম ফারুকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।