দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২০ ১৫:৫৩:৩৮

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭৮ বারে ১০ লাখ ৪০ হাজার ৩০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশনের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৪৩৮ বারে ১১ লাখ ২৪ হাজার ৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা বিএসআরএম স্টীলের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৯ বারে ১০ লাখ ৫৪ হাজার ৩৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলসের ৯ দশমিক ৬০ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলসের ৯ দশমিক ৪৬ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭ দশমিক ৭২ শতাংশ, এমএল ডাইংয়ের ৬ দশমিক ৫০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৬ দশমিক ৫০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৫ দশমিক ৯৫ শতাংশ ও স্কয়ার নীটের ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












