সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এম আই সিমেন্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২২ ১১:৪৯:৪২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এম আই সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ৪০ দশমিক ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৮ লাখ ৯০ হাজার ৮০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের দর বেড়েছে ৩৯ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ লাখ ২৪ হাজার ২০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা কহিনূর কেমিক্যালের দর বেড়েছে ৩৫ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২৭.৩৭ শতাশ, রিজেন্ট টেক্সটাইলের ২৪.১৪ শতাংশ, আইসিবি এম্প্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২৩.৩৩ শতাংশ, এমএল ডাইংয়ের ২২.৯২ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২২.৮৩ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ২২.৭৩ শতাংশ এবং গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর ২১.৪৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












