সাপ্তাহিক দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২২ ১১:৫৫:২৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির কমেছে ১৩ দশমিক ৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৯ কোটি ৫২ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৯০ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের দর কমেছে ১০ দশমিক ৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭৪ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের দর কমেছে ৯ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- শ্যামপুর সুগারের ৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭.৯২ শতাংশ, শেফার্ডের ৭.৬০ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৫৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৫৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.২৭ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর ৬.৯৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












