প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ১৩:২৭:২৩

সফররত জিম্বাবুয়ের সাথে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম চলমান একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই টেস্টে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
আজ মধ্যাহ্ন বিরতির পর সাবধানী শুরু করেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশেরসংগ্রহ ১ উইকেটে ৪৯ রান (১৬ ওভারে)। তামিম ২২ ও শান্ত ১৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
সাইফকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ:
তবে প্রথম সেশনটা নিজেদের হয়েও হলোনা বাংলাদেশের। দ্বিতীয় দিনের শুরুতে ৩৭ রানের মধ্যে জিম্বাবুয়ের শেষ ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে খেলতে নেমে ১৮ রানে সাইফ হাসানের উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত ১ উইকেটে ২৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান (৮ রান)।
ভিক্টর নিউচির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া সাইফ।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ২৬৫
আগের দিনের ৬ উইকেটে ২২৮ রানে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে ৩৭ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ২৬৫ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। জিম্বাবুয়ের শেষ চার উইকেটের দুটি করে ভাগাভাগি করে নেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। নাঈম হাসান ও আবু জায়েদ রাহী ৪টি করে উইকেট নেন। এছাড়া তাইজুলের শিকার ২ উইকেট।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












