দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ১৬:২১:১৩

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৭৬ বারে ১৯ লাখ ৬০ হাজার ২২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৬ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৭৫২ বারে ১৩ লাখ ৬৭ হাজার ৬০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা গ্রামীন ফোনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২৮৮ বারে ১৪ লাখ ৭৪ হাজার ৪৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ দশমিক ৬৬ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৫ দশমিক ৬৬ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫ দশমিক ৪৯ শতাংশ, বিকন ফার্মার ৫ দশমিক ৩৫ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৫ দশমিক ২৪ শতাংশ, হাক্কানী পাল্পের ৪ দশমিক ৭৮ শতাংশ ও কনফিডেন্স সিমেন্টের ৪ দশমিক ৪০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












