দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৪ ১৫:৪৬:৩৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯৭বারে ৯৬ লাখ ৫৫ হাজার ৮৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৯৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হ্যাভী কেমিক্যালস শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১৩৭ বারে ৬৮ হাজার ৫১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৯৬ বারে ২৫ লাখ ৮৭ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৩৭ শতাংশ, সিলভা ফার্মার ৮ দশমিক ৮৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮ দশমিক ৩৩ শতাংশ, বিকন ফার্মার ৬ দশমিক ৫৯ শতাংশ, সেলকো ফার্মার ৫ দশমিক ৫৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৬৩ শতাংশ ও মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ৬১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস