আইপিও তহবিল সংশোধিত ব্যবহারের অনুমোদন পত্র পেয়েছে রানার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৫ ০৯:১০:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেডের প্রথমিক গণপ্রস্তাব (আইপি) তহবিল সংশোধিত ব্যবহারের অনুমোদনপত্র পেয়েছে।  সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাছ থেকে এ অনুমোদন পত্র পেয়েছে কোম্পানিটি। এর আগে বিএসইসির ৭১৮তম কমিশন সভায় এ বিষয়ে অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও বিশেষ সাধারণ সভায় সাধারণ শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদনের পর আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের ৬৩ কোটি টাকা ব্যবহারের সংশোধিত প্রস্তাব দেয়া হয় বিএসইসিতে। যা বিএসইসি অনুমোদন করেছে। তবে এই অর্থের যথাযথ ব্যবহার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোম্পানির পরিচালনা পর্ষদ কোনো প্রকার বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না মর্মে কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

 ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ