
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৬৮ বারে ৩ লাখ ৬১ হাজার ৫২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৮৩৭ বারে ৫২ লাখ ০৩ হাজার ৬১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৯ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ৪৭৯ বারে ২ লাখ ২৪ হাজার ৬১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৮ দশমিক ৮৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৮ দশমিক ৯৫ শতাংশ, নর্দার্ণ জুটের ৮ দশমিক ৫৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৭ দশমিক ৫১ শতাংশ, সমতা লেদারের ৭ দশমিক ০৮ শতাংশ, ফরচুন সুর ৬ দশমিক ৯৪ শতাংশ ও ফার কেমিক্যালের ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস