১৫% স্বর্ণের চাহিদা কমতে পারে চীনে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-২৬ ১২:৪০:২৯


ভয়াবহ নভেল করোনাভাইরাসের প্রভাবে চীনে স্বর্ণের চাহিদা কমতে পারে। বিদায়ী ২০১৯ বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটিতে মূল্যবান ধাতুটির ব্যবহার ১০-১৫ শতাংশ কমে যেতে পারে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি এ পূর্ভাভাস দিয়েছে। খবর কিটকো নিউজ।

ডব্লিউজিসির তথ্য অুনযায়ী, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে চীনে স্বর্ণের চাহিদা ছিল ২৫৫ দশমিক ৩ টন। প্রতিষ্ঠানটির বিনিয়োগ গবেষণা বিভাগের প্রধান কার্লস আর্টিগাস বলেন, চীনে স্বর্ণের চাহিদা অনেকটা মৌসুমি। বছরের বিশেষ কিছু সময়ে দেশটিতে ধাতুটির চাহিদা চাঙ্গা থাকে। ঐতিহ্যগত কারণে বছরের প্রথম প্রান্তিক ও শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশটিতে পণ্যটির চাহিদা বেশি থাকে। আর এপ্রিল ও জুলাই প্রান্তিকে সাধারণত দেশটিতে স্বর্ণের চাহিদা সবচেয়ে কম থাকে।

বর্তমানে বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা দেশ চীন। ২০১৯ সালে মূল্যবান ধাতুটির মোট বৈশ্বিক ব্যবহারের ৩০ শতাংশ হিস্যা রয়েছে দেশটির দখলে, ২০০৩ সালে যা ছিল ৮ শতাংশ। তবে মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের জেরে শ্লথ হয়ে আসা অর্থনীতির কারণে গত বছর দেশটিতে পণ্যটির চাহিদা নিম্নমুখী ছিল। গত বছর দেশটিতে ধাতুটির চাহিদা ছিল ৮৪৮ দশমিক ৪ টন। ২০১৮ সালে এর পরিমাণ ছিল ৯৯৪ দশমিক ৩ টন। এদিকে নভেল করোনাভাইরাসের প্রভাবে এবার দেশটিতে স্বর্ণের চাহিদা উল্লেখযোগ্য পরিমাণ কমতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

সানবিডি/এনজে