
দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত সোমবার রাজধানীর এক হোটেলে আয়োজিত ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরুর এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে রিয়েলমি বাংলাদেশের সিইও মি. টিম শাও বলেন, প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড হিসেবে রিয়েলমি ‘ডেয়ার টু লিপ’-এর অভিজ্ঞতা দিয়ে আসছে উন্নত ধারার প্রোডাক্টস এবং সার্ভিস দিয়ে। অনুষ্ঠানে জানানো হয়, আগামী মাসের প্রথমার্ধ থেকেই বাংলাদেশে তৈরি রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে। রিয়েলমির এ ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে আরও উপস্থিত রিয়েলমি সাউথ-ইস্ট এ্যান্ড সাউথ এশিয়া অঞ্চলের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন ঝি, ফ্যাক্টরি ডিরেক্টর রিমন, চ্যানেল ম্যানেজার তাহমিদুল আলম, ইভেন্ট ম্যানেজার জুহানা ইসলাম তিশা প্রমুখ।