দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১৫:৫৫:৪০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ৪৭৪ বারে ২২ লাখ ১০ হাজার ৪২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৪৫ বারে ৭৫ লাখ ৯৫ হাজার ৬৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৫ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোক্যামিকেলের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২৬ বারে ৩ লাখ ১৭ হাজার ১২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের ৬ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫ দশমিক ৫৮ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ দশমিক ৩০ শতাংশ, রিং সাইনের ৫ দশমিক ০৬ শতাংশ, খুলনা পাওয়ারের ৫ দশমিক ০৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪ দশমিক ৫৮ শতাংশ ও দেশবন্ধু পলিমারের ৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস