
“বীমা দিবসে পথ করি, উন্নত দেশ গড়ি"এ প্রতিপাদ্য নিয়ে বছরের ১ মার্চ ২০২০, ১৭ ফাল্গুন ১৫২৮, প্রথমবারের মতো বঙ্গবন্ধু অন্তির্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় ৰীমা দিবস উদযাপিত হতে যাচ্ছে। গণপ্রজাতী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির উদ্ভোদন করবেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলের আইডিআর’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।
এছাড়াও একই দিনে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৮৮ তারিখে তৎকালীন আলফা ইস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চকে 'জাতীয় বীমা দিবস' হিসেবে ঘােষণা করা হয়। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর র্যালি, বীমা মেলা, আলােচনা সভা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হবে।
ঢাকাসহ দেশব্যাপী আয়ােজিত কর্মসুচিঃ
২৯ ফেব্রুয়ারী শুধু মাত্র ঢাকায় র্যালি অনুষ্ঠিত হবে (শনিবার সকাল ০৯:০০ টায়। জাতীয় বীমা দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর সামনে থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্তে ইউটার্ন নিয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান গেটে সমাপ্ত হবে।
জাতীয় মা দিবস, ২০২০ উপলক্ষ্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত বিবিধ অনুষ্ঠানের অংশ হিসেবে একটি র্যালি আয়ােজন করা হয়েছে। সেখানে প্রায় ১০০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১ মার্চ ২০২০ তারিখ গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমণি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম জাতীয় বীমা দিবসের শুভ উদ্ধোধন ঘােষণাসহ বিশিষ্ট বীমা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান, বীমা মেলার স্টল পরিদর্শন, প্রামাণ্যচিত্র দর্শনসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক দুটি সংকলনের মোড়ক উন্মােচন করবেন।।
এছাড়াও দেশব্যাপী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বীমা প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে আগামী ১ মার্চ ২০২০ তারিখ ১ম জাতীয় বীমা দিবসের র্যালি, আলােচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকাস্থ হাতির ঝিলের অ্যাম্ফিন্থিয়েটারে ২ মার্চ সন্ধ্যা ০৬:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই