
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৮৯ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের দর বেড়েছে ২৩ দশমিক ০৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯০ কোটি ৬৭ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ১৩ লাখ ৪৮ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের দর বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ফার কেমিক্যালের ১৭.৮৯ শতাংশ, বিকন ফার্মার ১৭.৮৬ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ১৬.৯২ শতাংশ, সিলভা ফার্মার ১৬.৬৭ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১৬.৪১ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১৪.২৯ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ১২.৫০ শতাংশ বেড়েছে।
সানবিডি/এসকেএস