লেনদেনের শীর্ষে গ্রামীন ফোন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১১:০৭:৫৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীন ফোন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৮ লাখ ২৫ হাজার ৪২টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১১৫ কোটি ৬৬ লাখ  টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩ কোটি ১৮ লাখ ৭৯ হাজার  ২০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৬৭ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৬১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৩২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, ইন্দো-বাংলা, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস