সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১২:০৫:৩৪


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির  দর কমেছে ২৫ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৩৯ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৮৬ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলসের দর কমেছে ২২ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি  ১৭ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার  টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের  দর কমেছে ২২  দশমিক ৭১ শতাংশ।  শেয়ারটি  ৭০ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৫ লাখ ৩২ হাজার  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দান জুটের ১৯ দশমিক ১০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৭ দশমিক শূন্য ২ শতাংশ, ফ্যাস ফাইন্যান্সের ১৫ দশমিক ৬৯ শতাংশ, বিএসআরএম স্টিলের ১৫ দশমিক ৪৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৫ দশমিক ১৭ শতাংশ, আরএকে সিরামিকের ১৩ দশমিক ৫৩ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ১১ দশমিক ৮৬ শতাংশ দাম কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস