বাণিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষে কৃষকের স্বপ্নপুরণ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-২৯ ১৭:২৪:২৩


মানিকগঞ্জের সিংগাইর এলাকায়  বাণিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় ফুল বিক্রির বড় বাজার পাচ্ছে এ উপজেলার কৃষকরা।

এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় গত ১০-১২ বছর ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর, সায়েস্তা ও ধল্লা ইউনিয়নে বাণিজ্যিকভাবে এই ফুলের চাষ হচ্ছে। অল্প সময়ে বেশী লাভ এবং ঝুঁকি কম হওয়ায় এই ফুল চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা।

এক বিঘা জমিতে গ্লাডিওলাস ফুল চাষ করতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। আর ফুল বিক্রির পর এক থেকে দেড় লক্ষ টাকা আয় হয়। বীজ বপনের ৭০ দিন পরই গ্লাডিওলাস ফুল বিক্রির উপযোগী হয়।

তবে বাজারে কয়েক বছর ধরে চীন থেকে প্লাস্টিকের ফুল আমদানি হওয়ায় নিজেদের বাজার নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চাষীরা।

এ বিষয়ে সিংগাইর  উপজেলা কৃষি কর্মকর্তা মো: টিপু সুলতান স্বপন বলেন, এই এলাকার মাটি ফুল চাষের উপযোগী। আর কৃষি সম্প্রসারণ বিভাগও কৃষকদের সহযোগিতার পাশাপাশি উৎসাহ দিচ্ছে ফুল চাষে। এতে, সিংগাইরে বাড়ছে গ্লাডিওলাসসহ অন্যান্য ফুলের চাষ।

এবছর অন্যান্যা জাতের  ফুলের পাশাপাশি আট হেক্টর জমিতেগ্লাডিওলাস ফুলের চাষ হয়েছে সিংগাইরে।

সানবিডি/এনজে