বর্তমান সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে পৌঁছার জন্য সরকারের সঙ্গে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা যদি একে অন্যের জন্য কাজ করতে পারি, তবে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে একটি অবস্থান তৈরি করতে পারবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত মেঘনা ইকোনমিক জোনে তিনটি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে তিনটি, আনন্দবাজারে দুটি ও মেঘনাঘাটে একটি—সব মিলিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নবনির্মিত নয়টি শিল্প-কারখানার একত্রে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া বেজার চেয়ারম্যান পবন চৌধুরী, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির উন্নয়নে মেঘনা গ্রুপ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মেঘনা গ্রুপ একের পর এক শিল্প-কারখানা গড়ে তুলে মেঘনা গ্রুপ দেশে কর্মসংস্থানের সৃষ্টি করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, নানা সময়ে নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় মেঘনা গ্রুপের ৪৮টি শিল্প-কারখানায় এখন ৩৫ হাজার কর্মী কাজ করছেন। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য অতীতের মতো ভবিষ্যতেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
মেঘনা গ্রুপের কারখানাগুলোর মধ্যে রয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড, সোনারগাঁ সিড ক্রাশিং মিলস লিমিটেড, মেঘনা বলপেন অ্যান্ড অ্যাকসেসরিজ এমএফজি লিমিটেড, মেঘনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড, সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্রেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস অ্যান্ড ওয়্যার, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড, সোনারগাঁ শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড ও ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২)। এ নয় শিল্প-কারখানায় প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
সানবিডি/ঢাকা/এসএস