আজ ‘মন কি বাত’ করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৫-১১-২৯ ১০:৫৯:১৭


mann-ki-bat-modi41-655x360আর কিছুক্ষণের মধ্যেই দেশবাসীর সঙ্গে নিজের ভাবনা-চিন্তার আদান-প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা, রোববার ফের আজ ‘মন কি বাত’ অনুষ্ঠান করবেন তিনি। সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হবে। অন্যান্য বারের মত এবারেও অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের মাধ্যমে ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার হবে। এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তাঁর ভাবনা-চিন্তা প্রকাশ করবেন।

এই নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানটি ১৪ তম পর্বে পরবে। এর আগে ১৩ বার রেডিওয় ‘মন কি বাত’ অনুষ্ঠান করেছেন নরেন্দ্র মোদী। মূলত সাধারণ মানুষকে দেশের প্রতি ভাবনা-চিন্তায় উৎসাহিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। প্রতি বারেই এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সঙ্গে নিত্য-নতুন ভাবনা-চিন্তার প্রকাশ করেন প্রধানমন্ত্রী। গত বারের অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল, অঙ্গদানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। অঙ্গদানের ব্যাপারে দেশবাসীকে উৎসাহিত করাই ছিল তাঁর লক্ষ্য।