বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকায় মানববন্ধনের ডাক দিয়েছে বিএনপি। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবে দলটি। একই সঙ্গে সারা দেশের জেলা সদরেও মানববন্ধনের ডাক দিয়েছে বিএনপি।
দ্বিতীয় দফায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার পর করণীয় সম্পর্কে কথা বলার সময় আজ রোববার সকালে সাংবাদিকদের সামনে এই মানববন্ধনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ভয়াবহ একটি ফ্যাসিস্ট সরকার যারা সমস্ত মানবিক মূল্যবোধগুলো ধ্বংস করে দিয়েছে, তারা আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক উদ্দেশ্যেই তারা (সরকার) বেগম খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন, সেই জামিনটা পর্যন্ত দিচ্ছে না।’
তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই গণতন্ত্রের নেতা মুক্ত হবেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছি, করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করি যে, তিনি শুধু বিএনপির নেতা নয়, তিনি সমগ্র দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির নেতা। সেই কারণেই তার অসুস্থতা আমাদের সকলকেই এখন অত্যন্ত উদ্বিগ্ন করেছে এবং আমরা চেষ্টা করছি।’
বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে প্রশ্নই নয়।’
তিনি বলেন, ‘আমরা বহুবার বলেছি, এই দলটি এখন বেনক্রাফট হয়ে গেছে। যারা মানুষের মনের কষ্টটাও বুঝতে পারে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে যেটা উনি সামান্য (বিদ্যুতের দাম) বলছেন, সেটা যে একদম সাধারণ মানুষের জন্য কত অসামান্য এটা বুঝার শক্তিও তার নেই্। কারণ তারা এমন জায়গায় চলে গেছেন, যেখানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা তাদের লোকজনদের বাড়ির মধ্যে, গোডাউনের মধ্যে পাওয়া যায়। তারা তো বুঝবেন না মানুষের কষ্টটা কোথায়।’
সানবিডি/ঢাকা/এসএস