বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রের জ্বালানি উত্তোলন খাতে চরম চাঙ্গা ভাব বজায় ছিল। বিশেষ করে নভেম্বরে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন রেকর্ড ছুঁয়ে যায়। তবে মাসের ব্যবধানে পরিস্থিতি পাল্টেছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস দুটো জ্বালানি পণ্যের উত্তোলন রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে কমে এসেছে। একই সঙ্গে কৌশলগত জ্বালানি মজুদ থেকে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
২০১৯ সালের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। এতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ২৮ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল, যা দেশটির ইতিহাসে জ্বালানি পণ্যটির সর্বোচ্চ মাসভিত্তিক উত্তোলন।
ডিসেম্বরে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ১ কোটি ২৭ লাখ ৮০ হাজার ব্যারেলে নেমে এসেছে। সে হিসাবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন কমেছে ৮০ হাজার ব্যারেল। এর মধ্য দিয়ে জুলাইয়ের পর ডিসেম্বরে মার্কিন জ্বালানি তেল উত্তোলন খাত প্রথমবারের মতো মন্দার মুখে পড়ল।
এ সময় মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৪৭ হাজার ব্যারেল কম অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। নর্থ ডাকোটা অঞ্চলের কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন কমেছে ৪০ হাজার ব্যারেল। তবে টেক্সাস উপকূলের কূপগুলো থেকে গত ডিসেম্বরে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ৩২ হাজার ব্যারেল বেড়েছে। যুক্তরাষ্ট্রের এ অঞ্চল থেকে সবচেয়ে বেশি শেল তেল (পাথুরে ভূমি থেকে উত্তোলন হওয়া জ্বালানি তেল) উত্তোলন হয়।
মন্দা বজায় ছিল যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতেও। ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১০ হাজার ৬৮০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে, যা আগের মাসের তুলনায় দৈনিক ৪০ কোটি ঘনফুট কম।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাত রেকর্ড ছুঁয়েছিল। ওই সময় দেশটির কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১০ হাজার ৭২০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই ছিল জ্বালানি পণ্যটির সর্বোচ্চ মাসভিত্তিক উত্তোলনের রেকর্ড।
টানা সাত মাস প্রবৃদ্ধির মধ্যে থাকার পর ডিসেম্বরে এসে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কমে এসেছে। এ সময় টেক্সাস উপকূলের কূপগুলো থেকে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪০ কোটি ঘনফুটে। অন্যদিকে একই সময় পেনসিলভানিয়া অঞ্চলে প্রতিদিন গড়ে ১ হাজার ৯৫০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ কৌশলগত জ্বালানি মজুদ থেকে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালের আইনের আওতায় আপত্কালীন সময়ে ব্যবহারের জন্য মজুদ অপরিশোধিত জ্বালানি তেল থেকে নিলামের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ব্যারেল বিক্রি করা হবে। ১১ মার্চের মধ্যে দরপত্র আহ্বান শেষে পুরো প্রক্রিয়া ২০ মার্চের মধ্যে শেষ করা হবে। টেক্সাস ও লুইজিয়ানা উপকূলের ভূ-অভ্যন্তরীণ সংরক্ষণাগারে আপত্কালীন সময়ের জন্য কৌশলগত জ্বালানি মজুদ করে থাকে যুক্তরাষ্ট্র।
সানবিডি/ঢাকা/এসএস