বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ সতর্কাবস্থা কৃষিপণ্যের বাজার পরিস্থিতিকে নিম্নমুখী করেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম ও ভুট্টার সাপ্তাহিক গড় দামে বড় পতন দেখা গেছে। তবে এ সময় সয়াবিনের সাপ্তাহিক গড় দাম আগের তুলনায় সামান্য বেড়েছে। খবর এগ্রিমানি ও সিনহুয়া।
সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে গমের সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৮৯ শতাংশ কমেছে। এ সময় মে মাসে সরবরাহ চুক্তিতে কৃষিপণ্যটির সাপ্তাহিক গড় দাম দাঁড়িয়েছে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ৫ ডলার ২৫ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলে ২৭ সেন্ট কম।
একইভাবে ৩ দশমিক ২৮ শতাংশ কমেছে ভুট্টার সাপ্তাহিক গড় দাম। এ সময় মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৬৮ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ১২ দশমিক ৫ সেন্ট কম।
তবে গম ও ভুট্টার কমলেও গত সপ্তাহে সয়াবিনের সাপ্তাহিক বাজারদর বাড়তির দিকে ছিল। এ সময় কৃষিপণ্যটির সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ২ দশমিক ২৫ সেন্ট বেড়েছে। সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৯৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ২৫ শতাংশ বেশি।
চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বের অর্ধশতাধিকের বেশি দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আগে থেকেই কৃষিপণ্যের বাজার মন্দার মুখে ছিল। গত সপ্তাহে ডব্লিউএইচও এ ভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। এ পরিস্থিতিতে বেচাকেনা কমে আসার আশঙ্কা থেকে সিবিওটিতে গম ও ভুট্টার সাপ্তাহিক গড় দাম আগের তুলনায় কমেছে।
এদিকে আর্জেন্টিনা সরকার সয়াবিন রফতানিতে বাড়তি শুল্ক আরোপের বিষয়ে আলোচনা শুরু করেছে। এতে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমতে পারে। এ সম্ভাবনা সিবিওটিতে সয়াবিনের সাপ্তাহিক গড় দাম বাড়িয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস