পাঁচটি ইসলামী ব্যাংকের আয়োজনে সারা দেশে অনুষ্ঠিত হলো ডিজিটাল ব্যাংকিং মেলা-২০২০। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এ মেলার আয়োজন করে।
সারা দেশের ২০টি স্থানে একযোগে এ মেলা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এএমডি কাজী তাওহীদুল আলম ও এনআরবি গ্লোবাল ব্যাংকের এএমডি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যংকের ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. আলতাফ হুসাইন।