বাংলাদেশের বেসরকারী বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।তিনি বলেন, ‘মার্কিন বেসরকারী সংস্থাগুলো এখানে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে।’
মিলার বলেন ‘মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে জ্বালানি, অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতিতে বেসরকারী খাতের বিনিয়োগকে ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে।’
মার্কিন রাষ্ট্রদূত শনিবার নগরীর একটি হোটেলে তিন দিনব্যাপী মার্কিন ট্রেড শো’র শেষ দিনে ‘আমেরিকার ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ভিশন’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন। মিলার বলেন, ‘২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বি-পক্ষীয় বাণিজ্য ৯ বিলিয়ন ডলারের বেশি, যা মাত্র ১০ বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং এটি আরও বেশি বৃদ্ধির সুস্পষ্ট সুযোগ রয়েছে।’
মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক নিরাপত্তাকে অর্থনৈতিক বিকাশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করে নতুন সাফল্য অর্জন, নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্তকরণ ও আগামী বছরগুলোতে আরও উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে।’ মার্কিন-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত ২৭তম এ বার্ষিক শো-তে ৪৮টি সংস্থা তাদের পণ্য প্রদর্শন করে।
সানবিডি/এনজে