পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে ইটের পাঁজা স্থাপন করার মাধ্যমে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগে প্রশাসন ইটের ভাটা গুঁড়িয়ে দিয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ১৩০ নম্বর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ইটের পাঁজায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইটের পাঁজা গুঁড়িয়ে দেয়। এ সময় অভিযুক্ত ইট পাঁজা মালিক মো. আব্দুল হালিম ফরাজিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে. উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের ১৩০ নম্বর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ২০ ফুট দূরত্বে স্থানীয় প্রভাবশালী মো. আব্দুল হালিম ফরাজি গত এক সপ্তাহ আগে একটি ইটের পাঁজা গড়ে তুলে আগুন লাগিয়ে ইট পোড়ানোর কাজ করে আসছিল। ফলে ইটের পোড়ানোর ধোঁয়ায় বিদ্যালয়ের পাঠদানে সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে বিষয়টি অবহিত করলে আজ সোমবার দুপুরে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদাল অভিযান চালিয়ে স্কুললাগোয়া ইটের পাঁজাটি গুঁড়িয়ে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুল ভবনের ২০ ফুট দূরত্বে স্থাপনকৃত ওই ইটের পাঁজার ধোঁয়ায় পরিবেশ বিনষ্টসহ শিক্ষার্থীদের পাঠদানে সমস্যার সৃষ্টি হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, স্কুলের পাশে ইটের পাঁজা স্থাপন বেআইনি। অনুমোদনবিহীন এসব ইটের পাঁজা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।