জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ‘বঙ্গবন্ধু কর্নার’ টি উদ্বোধন করেন।
মার্চ ২, ২০২০: সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচ তলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হয়।
‘বঙ্গবন্ধু কর্নারে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ছবি, ডকুমেন্ট ও ভিডিওর সংগ্রহ শালা তৈরি করা হয়েছে। এখান থেকে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর কর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। প্রধান কার্যালয় ছাড়াও সিটি ব্যাংক চট্টগ্রামের ও.আর.নিজাম রোড শাখা ও খুলনা শাখাতে ও ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের পরিচালক সাভেরা এইচ.মাহমুদ,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/ঢাকা/এসআই