প্রশ্ন : আমরা অনেক সময় রাতের বেলা উঠতে পারলে তাহাজ্জুদ পড়ি। কিন্তু আমাদের পরিবারের যাতে ঘুমের ব্যাঘাত না হয়, তাই আমরা বাতি নিভিয়ে নামাজ পড়ি। প্রশ্ন হলো, অন্ধকারে তাহাজ্জুদ পড়া যাবে?
—মুমিন, নারায়ণগঞ্জ।
উত্তর : অন্ধকারে তাহাজ্জুদসহ যেকোনো নামাজই পড়া যাবে। (বুখারি, হাদিস : ১/৭৩, ফাতাওয়া মাহমুদিয়া : ৬/৬৮৪)