ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে আমাগীকাল ঢাকায় শুরু হচ্ছে অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলা। এবারের মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণকে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী এ কথা জানান।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ মার্চ পর্যন্ত চলবে। এ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিল্প সচিব মো. আবদুল হালিম, ও ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলামসহ শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় এসএমই পণ্য মেলা ২০২০ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় সারা দেশ থেকে ২৯৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠান ৩০৯টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। এসব উদ্যোক্তার মধ্যে ১৯৫ জন নারী ও ১০১ জন পুরুষ। মেলায় ৬৬ শতাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণ এ আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী।
এদিকে মেলার মাধ্যমে উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্কোন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধ তৈরিতে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা করা হবে উল্লেখ করে শিল্পমন্ত্রী জানান, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টিতে সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
‘এসএমই নীতিমালা ২০১৯’ মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে শিল্পমন্ত্রী বলেন, নীতিমালায় ১১টি কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান শতকরা ২৫ থেকে ২০২৪ সালের মধ্যে ৩২ ভাগে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি এ মেলায় থাকবে ক্রেতা ও বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টারসহ অনলাইন পণ্য মার্কেটিংয়ের স্টল। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন কর্তৃক পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০’ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দুজন নারী ও তিনজন পুরুষ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ী উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, ট্রফি ও সনদ দেয়া হবে। সবার অংশগ্রহণের কথা মাথায় রেখে মেলায় কোনো প্রবেশমূল্য রাখা হবে না।
এছাড়া ৫ মার্চ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা এবং তাদের পরিবারের কাছে দেশের এসএমই খাত সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। ওইদিন সকাল ১০টায় এ উপলক্ষে এক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ শুধু আমন্ত্রিত বিদেশী অতিথিদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে বলে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে। এসএমই পণ্যের পাশাপাশি বিসিক, বিএসইসি, বিসিআইসি, বিটাক, বিএসটিআই এবং মেলার স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের স্টল থাকবে। বরাবরের মতোই এ মেলায় কোনো বিদেশী পণ্য প্রদর্শন কিংবা বিক্রি করা হবে না। এছাড়া মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচটি সেমিনার আয়োজন করা হবে।
সানবিডি/ঢাকা/এসএস