মহামারী করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত ৩,১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯০ হাজার মানুষ। এরই মধ্যে ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে মিডিয়া জায়ান্ট টুইটার। এক ব্লগ পোস্টে টুইটার এ বিষয়টি জানিয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, কিছুদিন কর্মীদের বাসা থেকে কাজ করার সহজ উপায় বের করতে কাজ করছে টুইটার।
কর্মীদের জন্য সব ধরনের অপ্রয়োজনীয় ব্যবসা ও ভ্রমণ নিষিদ্ধ করার একদিন পর এ ঘোষণা দিল সংস্থাটি।
সংস্থাটি আরও বলছে, বিশ্বজুড়ে তাদের পাঁচ হাজার কর্মীকে কাজে না আসতে ‘জোরালোভাবে উৎসাহিত করা’ হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস