পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা জহুর আহমেদ ছেলে মো. মইনউদ্দিন চিশতীতে লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে ১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার হস্তান্তর করবেন। কোম্পানির মোট ২১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার তার কাছে আছে। জহুর আহমেদ আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুমোদন সাপেক্ষে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।