একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬২ জন। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় প্রদেশ ইস্টার্ন কেপেতে।
প্রাদেশিক সরকারের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২ মার্চ) দিবাগত রাতে যাত্রীবাহী বাসটি চেবে নামক এলাকা দিয়ে যাচ্ছিল। তখন কোলয়েনি গ্রামের কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৮০ জনের অধিক যাত্রী ছিল।
উদ্ধার কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার শিকার বাসটিতে থাকা অধিকাংশ যাত্রীই ছিলেন বৃদ্ধ এবং শিক্ষার্থী। তারা সরকার প্রদত্ত সামাজিক অনুদান নিয়ে চেবে থেকে ফিরছিলেন।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিবৃতির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রী ফিকিলে এমবালুলা। তিনি বলেছেন, একটি দুর্ঘটনায় এত লোকের প্রাণহানি মেনে নেয়া যায় না। ঘটনাটি ভীষণ মারাত্মক এবং মর্মস্পর্শী।
প্রসঙ্গত, আফ্রিকার দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা সড়ক দুর্ঘটনায় অন্যান্য দেশের চেয়ে অনেকটাই এগিয়ে। বাজে ও দুর্বল সড়কের কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে বলে দাবি বিশ্লেষকদের। এর আগে ২০১৫ সালে দেশটির ইস্টার্ন কেপ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছিল।
সানবিডি/ঢাকা/এসএস