ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল) সম্প্রতি ‘লোন রিকভারি, আসপেক্ট অব ডেবট রিশিডিউলিং অ্যান্ড রিস্ট্রাকচারিং, এনপিএল ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড লস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন ফিনএক্সেলের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যম সারির নির্বাহীরা অংশগ্রহণ করেন।