এখন থেকে নতুন মোড়কে পাওয়া যাবে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সিমেন্ট ব্র্যান্ড হোলসিম স্ট্রং স্ট্রাকচার। ২ মার্চ রাজধানীর একটি হোটেলে নতুন এ মোড়কের উন্মোচন করেন কোম্পানিটির প্রধান নির্বাহী রাজেশ সুরানা। এ সময় কোম্পানিটির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান, লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট ডিরেক্টর লাকমাল সুরানজান ফনসেকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশকরা উপস্থিত ছিলেন।