মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার ‘সুপার টুইসডের’ ভোটাভুটির পর বুথফেরত জরিপের ফলে নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া ও অ্যালাবামায় জয় পেয়েছেন বাইডেন। খবর বিবিসির।
ধারণা করা হচ্ছিল– সুপার টুইসডের ভোটে সবাইকে ছাড়িয়ে ছুটবেন ডেমোক্র্যাটদলীয় সিনেটর বার্নি স্যান্ডারস।
প্রত্যাশা করা হচ্ছিল– সুপার টুইসডের ভোটে দ্রুতগতির ট্রেনের মতো ছুটবেন স্যান্ডারস এবং কেউ তার সঙ্গে পাল্লা দিতে পারবেন না।
কিন্তু তেমনটি হয়নি। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে যখন দ্রুত বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হলো, তখন থেকেই ব্যাপারটি হয়ে গেল দুই ঘোড়ার মধ্যে রেসের মতো।
যারা স্যান্ডারসের জয়ের ব্যাপারে প্রত্যাশা করছিলেন, তারাও এখন বলছেন- প্রত্যাশার চেয়ে অনেক ভালো করছেন বাইডেন।
সানবিডি/ঢাকা/এসএস