কম্পিউটার-প্রযুক্তি পণ্যেও করোনার প্রভাব
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৪ ১৩:৫২:০০

মারণঘাতি করোনাভাইরাসের প্রভাব পড়েছে প্রযুক্তি পণ্যের বাজারেও। কম্পিউটার ও প্রযুক্তি পণ্যের বিক্রি সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্নে নামতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। কম্পিউটার ও প্রযুক্তি পণ্যের বিক্রি নিয়ে এক বিবৃতিতে জানানো হয়, এক মাসের ব্যবধানে কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্টফোনের বিক্রিতে ভাটা পড়েছে।
করোনাভাইরাসের কারণে চীনের উৎপাদকরা প্রযুক্তি খাতের কাঁচামাল সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে দাবি করে মাইক্রোসফট। ফলে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













