অতিরিক্ত খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। সেই কারণে এই বছরের আইপিএলের পুরস্কারের টাকা কমিয়ে অর্ধেক করা হয়েছে। আইপিএলের সব ফ্র্যানচাইজিগুলোর কাছে এই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ কোটির পরিবর্তে আইপিএলের চ্যাম্পিয়ন দল এবার পাবে ১০ কোটি টাকা। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ড জানিয়েছে, খরচ কমানোর জন্য পুরস্কার মূল্য নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। এবার চ্যাম্পিয়ন দল ২০ কোটির পরিবর্তে পাবে ১০ কোটি। রানার্স টিম সাড়ে ১২ কোটির বদলে পাবে সোয়া ৬ কোটি টাকা।”
শেষ চারে যাওয়া বাকি দু’টি দল পাবে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা করে।
বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। উপার্জন করার বিভিন্ন উপায় রয়েছে ওদের। সব দিক ভাবনা চিন্তা করেই পুরস্কার মূল্য কমানোর কথা ভাবা হয়েছে।’
সানবিডি/ঢাকা/এসএস