চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ৫ মার্চ শুরু হচ্ছে চট্টগ্রাম চেম্বারের ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২০। এবারের মেলার কান্ট্রি পার্টনার হিসেবে থাকছে থাইল্যান্ড। গতকাল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মাহবুবুল আলম বলেন, বৃহস্পতিবার বিকালে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মেলায় ২ হাজার ৩৪০ বর্গফুটের বঙ্গবন্ধু কর্নার থাকবে। যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিপুলসংখ্যক বই, তথ্যচিত্র, আলোকচিত্র প্রদর্শনের জন্য থিয়েটার রুম, প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতি শুক্রবার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবার ভিন্ন আঙ্গিকে মেলার লে আউট তৈরি করা হয়েছে।
এদিকে এবারের বাণিজ্য মেলায় ৪ লাখ বর্গফুটের ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ১১৫টি গোল্ড স্টল, ২৮টি মেগা স্টল, আটটি ফুড স্টল, থাই জোনসহ পাঁচটি আলাদা জোন নিয়ে ৪৭০টি স্টলে চারশতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। প্লে থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঁচ লাখ টিকিট বিনা মূল্যে দেয়া হবে।
সানবিডি/ঢাকা/এসএস