যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন স্থল সেনা না পাঠানোর অঙ্গীকার করেছেন। সোমবার এক সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকার করেন।
হিলারি বলেন, আইএসকে পরাজিত করার সবচেয়ে ভালো উপায় বিমান হামলা চালানো। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এ হামলায় নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, স্থল সেনা পাঠানোর আগে প্রশিক্ষণ, ক্ষমতায়ন, সরঞ্জাম সরবরাহসহ সাইবার ক্ষেত্রে সক্ষমতা তৈরি করতে হবে। কারণ আইএস অনলাইনেও ভীতিকর শত্রুতা করে যাচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে সিরিয়ায় ৫০ জনেরও কম নন-কমব্যাট সদস্য পাঠানোর অনুমোদন দিয়েছেন। তারা আইএস বিরোধী লড়াইয়ে স্থানীয় স্থল সৈন্যদের সহায়তা করবে।
হিলারি ক্লিনটন আরো বলেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন কমব্যাট সৈন্য না পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের সঙ্গে তিনি একমত।