শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি বলেছেন, কবি নজরুল তার গানে কবিতায় ছাত্রসমাজ ও তরুনদের প্রতি প্রবল আগ্রহ ব্যক্ত করেছেন।তিনি জানতেন তরুণরাই সমাজের চাবিকাঠি।একটি শিক্ষিত জাতি গঠনে তিনি লিখনি অব্যাহত রেখেছিলেন।সমাজের সর্ব্হারা মেহনতি,বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন সোচ্চার।
আজ বুধবার সকাল ১১ টায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৩ দিনব্যাপি জাতীয় নজরুল সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দিপু মনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের লেখা থেকেই নিয়েছেন আমাদের মুক্তির স্লোগান`জয় বাংলা’।স্বাধীনতার পর ১৯৭২ সালে কবিকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু।মৃত্যুর পরে এ দেশেই কবিকে সমাহিত করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো: আব্দুর রহিম। চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খানের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো: আব্দুর রাজ্জাক ভুঞা।
আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলোয়ার হোসেন।
এ ছাড়া আমন্ত্রিত অন্যান্য অতিথিরা বক্তব্য প্রদান করেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। তিনদিন ব্যাপি এই অনুষ্ঠানে কবিতা আবৃতি,সঙ্গীত,গ্রন্থমেলা,গান ইত্যাদির আয়োজন করা হয়।
সানবিডি/এনজে