ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড নামে নতুন সহযোগী কোম্পানি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
১০ কোটি টাকা পরিশোধিত মূলধন এবং ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের এই সহযোগী প্রতিষ্ঠানের ৬৫ শতাংশ শেযার ধারণ করবে ইবনে সিনা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এই সহযোগী প্রতিষ্ঠান করা হবে। কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, সহযোগী কোম্পানি করার বিষয়ে ইবনে সিনা চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য প্রকাশ করেছিল। তবে সে সময় সহযোগী কোম্পানির আকার এবং এতে ইবনে সিনার অংশ নিয়ে কোন তথ্য দেয়া হয়নি। তারই আলোকে এখন কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে সহযোগী কোম্পানির উদ্যোক্তা শেয়ার হিসেবে ৬৫ শতাংশ রাখা হবে। এই সহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। আর অনুমোদিত মূলধন হবে ৪০ কোটি টাকা।
জানা গেছে, ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি প্লাস্টিক এবং পলিমার সম্পর্কিত পণ্য, পেট বোতল ইত্যাদি তৈরি ও বাজারজাত করবে। কোম্পানিটি গাজীপুরের শ্রীপুর, মাওনা, চকপাড়াতে প্রতিষ্ঠিত হবে। সাবসিডিয়ারি কোম্পানিতে যৌথভাবে বিনিয়োগ করবে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং ইবনে সিনা ট্রাস্ট।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৫২ পয়সা। সে হিসাবে ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ০.৯১ টাকা। আর ছয় মাসে (২০১৯ সালের জুলাই-ডিসেম্বর) কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৯৬ পয়সা।