স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. মতিয়ার রহমান। তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে এলজিইডি সদর দপ্তরে কর্মরত ছিলেন। তিনি পূর্বতন প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্যের স্থলাভিষিক্ত হলেন।
এলজিইডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশলী মতিয়ার রহমান ১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী হিসেবে তত্কালীন এলজিইডিতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি এলজিইডিতে পিএসসির মাধ্যমে নিয়োগকৃত প্রথম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১০ সালে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের জুনে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নভেম্বরে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা বিভাগ ও এলজিইডি সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা) দায়িত্ব পালন করেন। তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জ্যেষ্ঠতম।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি গ্রামের মতিয়ার রহমান পেশাগত উত্কর্ষ ও দক্ষতা সম্প্র্রসারণের লক্ষ্যে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।