পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস (সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আর এককভাবে শুধু লাফার্জহোলসিমের ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস (কনসলিটেড ইপিএস) ছিল ৯৬ পয়সা। আর একক ইপিএস (সলো ইপিএস) ছিল ৭৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে লাফার্জহোলসিমের শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ১৩ টাকা ৯৫ পয়সা। আর এককভাবে এনএভিপিএস ছিল ১১ টাকা ৮০ পয়সা।
আগামী ৭ মে, বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল, বুধবার।
সানবিডি/এসকেএস